ABP Ananda LIVE: 'বিরোধী দলনেতা অনুপস্থিত, খালি মাঠে খেলতে চান উনি' । 'বিধানসভার সদস্য না হয়ে এই বিধানসভা ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিলেন আপনি' । বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে জবাব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের । এ ধরনের মন্তব্য করা যায় না, শঙ্কর ঘোষকে জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । 'আপনার দলের বিধায়ক বলছেন আমরা ৭০ তোমরা ৩০. কেটে ভাসিয়ে দেব' । 'ফিরহাদ হাকিম কী বলেছিলেন ভুলে গেলেন?' । 'হুমায়ুন, সিদ্দিকুল্লার বিরুদ্ধে কেন আপনারা ব্যবস্থা নিচ্ছেন না, প্রশ্ন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের